সারা বাংলা

টয়লেট থেকে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, শাশুড়ি গ্রেপ্তার 

ভোলার লালমোহনে নূরজাহান বেগম (২৬) নামের এক গৃহবধূর লাশ টয়লেট থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মারা যাওয়া ওই নারীর শাশুড়ি রানু বেগমকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (১৮ ডিসেম্বর) সকালে তাকে আটক করা হয়। 

এর আগে গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলায় বদরপুর ইউনিয়নের রায়রাবাদ গ্রামের ইউনূছ খনকার বাড়ি থেকে ওই গৃহবধূ লাশ উদ্ধার করা হয়। তিনি একই বাড়ির কবিরের স্ত্রী ছিলেন। 

পরে ওই গৃহবধূর বাবা আব্দুল মতিন বাদী হয়ে থানায় মামলা করেছেন।

লালমোহন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. এনায়েত হোসেন বলেন, ওই গৃহবধূর সঙ্গে তার স্বামী কবিরের দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। এনিয়ে আদালতে মামলা ছিল। যার জন্য নূরজাহান বেশিরভাগ সময় বাবার বাড়িতেই থাকতেন। তবে শনিবার সন্ধ্যায় টয়লেটে  গিয়ে নূরজাহানের শাশুরি তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এরপর তার চিৎকারে স্থানীয় লোকজনরা এসে আমাদের খবর দেন। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় এনেছে।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মাহাবুবুর রহমান বলেন, নূরজাহানের বাবা আব্দুল মতিন বাদী হয়ে মামলা করেছেন। আত্মহত্যায় প্ররোচনার মামলা রুজু হয়েছে। মামলার অভিযোগের ভিত্তিতে  শাশুড়ি রানু বেগমকে গ্রেপ্তার করা হয়েছে।