সারা বাংলা

রাঙামাটি থেকে চুরি হওয়া ৩০টি মোবাইল ফোন উদ্ধার

রাঙামাটি জেলার বিভিন্ন উপজেলা থেকে চুরি হওয়া ৩০টি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। 

রোববার (১৮ ডিসেম্বর) রাঙামাটি কোতয়ালি থানায় প্রেস বিফ্রিংয়ে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার মারুফ হাসান।

এসময় উপস্থিত ছিলেন ডিবি ডিআইও শাহনেওয়াজ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহাঙ্গীর আলম, কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল আমিন প্রমূখ।

অতিরিক্ত পুলিশ সুপার মারুফ হাসান বলেন, আমাদের কাছে বিভিন্ন সময় অভিযোগ আসে মোবাইল ফোন চুরি হয়েছে। তাই আমরা সে অভিযোগের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে এসব মোবাইল উদ্ধার করি। উদ্ধারকৃত মোবাইলগুলো যাচাই-বাচাই করে তার সঠিক মালিকের হাতে আমরা তুলে দিবো।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহাঙ্গীর আলম বলেন, রাঙামাটি থেকে চুরি হওয়া মোবাইল ফোনগুলো চোররা চট্টগ্রামসহ বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে বিক্রি করে দেয়। এমন অভিযোগের প্রেক্ষিতে আমরা ট্র্যাক করে যাদের কাছে চোরাই মোবাইল ফোন ছিলো তারা এ সেটগুলো ক্রয় করেছে এমন তথ্য নিশ্চিত হওয়ার পর তাদের কাছ থেকে উদ্ধার করি। সেজন্য চোরদের ধরা সম্ভব না হলেও আমরা আগামীতে চোরসহ ধরবো।

প্রেস ব্রিফিংয়ের পর যাচাই-বাছাই করে উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো মালিকদের হাতে তুলে দেন পুলিশ।