সারা বাংলা

উগ্রবাদ প্রতিরোধে গ্রাম পুলিশ-দফাদারদের ভূমিকা শীর্ষক সেমিনার

উগ্রবাদ প্রতিরোধে গ্রাম পুলিশ ও দফাদারদের ভূমিকা বিষয়ে জয়পুরহাট পুলিশ লাইনস ড্রিল শেডে মঙ্গলবার (২০ ডিসেম্বর) দিনব্যাপি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।  

সকাল ১০টায় সেমিনার শুরু হয়। জেলা পুলিশের সার্বিক সহযোগিতায় সেমিনারে সভাপতিত্ব করেন পুলিশ সুপার নূরে আলম।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী। উগ্রবাদ প্রতিরোধে গ্রাম পুলিশ ও দফাদারদের ভূমিকা নিয়ে সেমিনারে প্রধান আলোচক হিসেবে পাওয়ার প্রেজেন্টেশনের মাধ্যমে করণীয় বিষয়ে আলোচনা করেন কাউন্টার ন্যাশনাল এন্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম ঢাকার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সাঈদ নাসিরুল্লাহ। 

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ খাজা সামছুল আলম, পাঁচবিবি পৌরসভার মেয়র হাবিবুর রহমান, কমিউনিটি পুলিশিং ফোরামের সদস্য সচিব নন্দলাল পার্শী, অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হোসন প্রমুখ।

সেমিনার সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার কে এম এ মামুন খান চিশতী। সেমিনারে জেলার ৫টি উপজেলার তিন শতাধিক গ্রাম পুলিশ, দফাদার ও জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের ২০ জন সংবাদকর্মী অংশ নেন।