সারা বাংলা

হিলি সীমান্ত দিয়ে ভারত থেকে আমদানি-রপ্তানি বন্ধ

খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ‘বড়দিন’ উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারতের সঙ্গে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। তবে এই স্থলবন্দরের চেক পোস্ট দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।

রোববার (২৫ ডিসেম্বর) সকালে বিষয়টি জানিয়েছেন হিলি পানামা পোর্ট লিংকের জনসংযোগ কর্মকর্তা সোহারব হোসেন প্রতাব মল্লিক।

প্রতাব মল্লিক বলেন, ‘বড়দিন উপলক্ষে আজ সকাল থেকে ভারতের সঙ্গে সব প্রকার পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। একই সঙ্গে বন্দরের অভ্যন্তরীণ কার্যক্রমও বন্ধ রয়েছে।’

তিনি আরও বলেন, ‘আগামীকাল সোমবার সকাল থেকে আবারো আমদানি-রপ্তানিসহ বন্দরের কার্যক্রম শুরু হবে।’

হিলি ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদিউজ্জামান বলেন, ‘বড়দিন উপলক্ষে বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও এই চেকপোস্ট দিয়ে বাংলাদেশ-ভারতের যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।’