সারা বাংলা

কালীগঞ্জে সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্প

গাজীপুরের কালীগঞ্জে বিনামূল্যে বাংলাদেশ সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। 

রোববার (২৫ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার জাঙ্গালীয়া ইউনিয়নে আজমপুর স্কুল এন্ড কলেজ মাঠে দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্প শুরু হয়।

মেডিকেল ক্যাম্পে উদ্বোধন করেন ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এম ইমরান হামিদ। 

খোঁজ নিয়ে জানা গেছে, সেনাবাহিনী প্রধানের নির্দেশনায় প্রতি বছরের ন্যায় শীতকালীন প্রশিক্ষণে বীর মুক্তিযোদ্ধা এবং এলাকার সাধারণ জনগণের সহায়তায় ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের ৬১ ফিল্ড অ্যাম্বুলেন্সের তত্ত্বাবধানে বিনামূল্যে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে। সম্মিলিত সামরিক হাসপাতাল, ঢাকার মেডিসিন, চক্ষু ও দন্ত বিশেষজ্ঞ চিকিৎসকরা মেডিকেল ক্যাম্পে স্বাস্থ্যসেবা প্রদান করছেন। এতে এলাকার বীর মুক্তিযোদ্ধাদের মেডিকেল সহায়তা প্রদান করা হচ্ছে। এছাড়াও স্থানীয় ৫০০ মানুষকে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হবে।