সারা বাংলা

শিবচরে ২ দিনব্যাপী পিঠা উৎসবের উদ্বোধন

মাদারীপুরের শিবচর উপজেলায় প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে পিঠা উৎসব। রোববার (২৫ ডিসেম্বর) বিকেল ৪টায় পৌরসভার লিটন চোধুরী স্কয়ারে দুই দিনব্যাপী উৎসবের উদ্বোধন করেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য শবনম জাহান শীলা। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি এবং বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন। পিঠা উৎসব অনুষ্ঠানে চিফ হুইপের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

শিবচর উপজেলা ডায়াবেটিক সমিতির আয়োজনে প্রথম বারের মতো শিবচরে অনুষ্ঠিত হচ্ছে পিঠা উৎসব। উৎসবে বিভিন্ন স্থান থেকে আসা ২১টি পিঠার স্টল অংশ নেয়। স্টলগুলোতে দেশীয় নানা ধরনের পিঠার বাহারি সমাহার দেখা গেছে। উপজেলায় প্রথম বারের মতো এ ধরনের আয়োজন দেখতে অসংখ্য দর্শনার্থী পিঠা উৎসবে হাজির হয়। বিভিন্ন স্টল ঘুরে ঘুরে পিঠা খেতে দেখা গেছে অসংখ্য দর্শনার্থীদের।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, জেলা পরিষদের চেয়ারম্যান মুনীর চৌধুরী, শিবচর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল লতিফ মোল্লা, শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজিবুল হাসান, শিবচর ডায়াবেটিক সমিতির চেয়ারম্যান রাজিয়া চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) রিয়াজুল আলমসহ অন্যরা।

এর আগে শিবচর ডায়াবেটিক সমিতির মেডিসিন হোম উদ্বোধন করেন ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ হায়দার হোসেন এবং পরিচালক (অপারেশ) আনোয়ারা হোসেন।

এ সময় উপজেলা আওয়ামীলীগের নেতারা উপস্থিত ছিলেন।