সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো. আকমল হোসেন মারা গেছেন।
সোমবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাত ১ টা ৪০ মিনিটে ঢাকার স্কয়ার হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল হোসেন লালন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হওয়ার প্রায় দুই মাসের মাথায় মৃত্যুবরণ করলেন তিনি।
আবুল হোসেন লালন জানান, মো. আকমল হোসেন শনিবার বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে যোগদানের জন্য ঢাকায় যান এবং সম্মেলনে যোগদান করেন। ঢাকায় অবস্থানকালে সোমবার রাতে হঠাৎ শারীরিক অসুস্থতা অনুভব করলে তাকে স্কয়ার হাসপাতালে নেওয়া হয়। রাতে স্কয়ার হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চলতি বছরের ২ নভেম্বর অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তিনি চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। আকমল হোসেনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।