খুলনার ডুমুরিয়ায় পুকুরের পানিতে ডুবে মো. রাইছুল ইসলাম গাজী (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকালে উপজেলার ধামালিয়া ইউনিয়নের ছয়বাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেখ কনি মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মারা যাওয়া রাইছুল একই গ্রামের মো. রুবেল গাজীর ছেলে।
মারা যাওয়া শিশুটির পারিবার জানায়, সকালে বাড়ির উঠানে রাইছুলকে ছেড়ে দিয়ে পরিবারের সবাই কাজে ব্যস্ত ছিলেন। সবার অগোচরে শিশুটি হাঁটতে হাঁটতে বাড়ির বাইরে চলে যায় এবং পুকুরে পড়ে যায়। পরিবারের সদস্যরা তাকে উঠানে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে মৃত অবস্থায় পুকুরের পানিতে ভাসতে দেখে।