সারা বাংলা

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে।

বুধবার (২৮ ডিসেম্বর) সকাল ৬টা থেকে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখে দৌলতদিয়া ঘাট কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ম্যানেজার সাহেল উদ্দিন জানান, কুয়াশা বাড়ায় কিছু সময়ের জন্য ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশা কমে আসলে পুনরায় চলাচল স্বাভাবিক হবে।