সারা বাংলা

ঋণের টাকা পরিশোধ করতে না পেরে গৃহবধূর আত্মহত্যা

এনজিওর ঋণের টাকা পরিশোধ করতে না পেরে পাবনার আটঘরিয়ায় সিমা খাতুন (৩০) নামে এক গৃহবধূ গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (২৮ ডিসেম্বর) সকালে উপজেলার মাঝপাড়া ইউনিয়নের কালামনগর গ্রামে থেকে গাছে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।

নিহত গৃহবধূ সিমা মাজপাড়া ইউনিয়নের পারখিদিরপুর গ্রামের রাশেদুল ইসলামের স্ত্রী। তার বাবার নাম আজগর আলী।

মাজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক আহমেদ জানান, সমিতির ঋণের টাকা পরিশোধ করা নিয়ে পারিবারের মধ্যে ঝগড়া চলছিল। সেখান থেকেই মূলত অভিমান করে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন সিমা।

স্থানীয় বাসিন্দারা জানান, সীমা একটি এনজিও থেকে টাকা ধার নেন। কিন্তু টাকা পরিশোধ করতে না পারায় তিনি তার পরিবারের কাছে টাকা চান। কিন্তু তারা তাকে টাকা না দেওয়ায় সীমা আত্মহত্যা করে থাকতে পারেন। 

আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, গাছের সাথে গালায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রথমিকভাবে জানা গেছে। তবে এটি হত্যা না আত্মহত্যা বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। মারা যাওয়া গৃহবধূর লাশ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।