সারা বাংলা

রকেট এজেন্টকে গুলি করে টাকা ছিনতাই, গ্রেপ্তার ৫

সিরাজগঞ্জে রকেট এজেন্টকে গুলি করে পাঁচ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় পাঁচ জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার (২৮ ডিসেম্বর) দুপুরে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিরাজগঞ্জের পুলিশ সুপার মো. আরিফুর রহমান মন্ডল।

গ্রেপ্তারকৃতরা হলেন- সুজন মিয়া (২৮), আব্দুল করিম (২৮), আব্দুল মালেক (২৭), আশরাফুল প্রমাণিক (৩৫) ও আবু হাসেম (৩৪)।

পুলিশ সুপার বলেন, ‘গত ১৬ ডিসেম্বর রাতে উল্লাপাড়া উপজেলার শ্রীকোলা মোড় এলাকায় মোটরসাইকেলের গতিরোধ করে রকেট এজেন্ট ব্যবসায়ী তারিকুল ইসলামকে গুলি করে পাঁচ লাখ টাকা ছিনতাই করে পালিয়ে যায় ডাকাতদলের সদস্যরা। এ ঘটনায় মামলা হলে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল তদন্ত শুরু করে।’

তিনি বলেন, ‘তথ্যপ্রযুক্তির সহায়তায় সিরাজগঞ্জ, ঢাকা ও গাজীপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ডাকাতির ঘটনায় ব্যবহৃত একটি বিদেশি রিভলবার, ছয় রাউন্ড গুলি, একটি মোটরসাইকেল ও দুটি গুলির খোসাসহ ডাকাতদলের সদস্য সুজন মিয়া, আব্দুল করিম, আব্দুল মালেক ও আশরাফুলকে গ্রেপ্তার করে। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি ওয়ান শুটারগানসহ উল্লাপাড়া থেকে আবু হাসেম নামে অপর এক ডাকাতকে গ্রেপ্তার করা হয়।’