সারা বাংলা

চট্টগ্রাম বিমানবন্দরে স্বর্ণ জব্দ, যাত্রী আটক

কুকিং মেশিনের কয়েল স্বর্ণে রূপান্তর করে পাচারের সময় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এক পাচারকারীকে আটক করেছে এনএসআই। তিনি শারজাহ থেকে দেশে ফিরছিলেন।

বুধবার (২৮ ডিসেম্বর) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানায় বিমানবন্দর শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, সকাল ১০টা ২০ মিনিটে শারজাহ থেকে এয়ার এরাবিয়ার একটি ফ্লাইট চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানের যাত্রী জসিম উদ্দিন কাস্টমস এরিয়া অতিক্রম করার সময় তার গতিবিধি সন্দেহজনক মনে হয় এনএসআই টিমের কাছে। পরে জসিম উদ্দিনকে আটক করে তল্লাশি করে তারা। এসময় তার সঙ্গে থাকা লাগেজ তল্লাশি করে ২ দশমিক ৯ কেজি স্বর্ণ (২৪ ক্যারেট), ২টি স্বর্ণবার ও ১০০ গ্রাম স্বর্ণালংকার মেলে। এই যাত্রী স্বর্ণ একটি কুকিং মেশিনের ভেতরে কয়েলে রূপান্তর করে পাচারের চেষ্টা করেছিলেন। এছাড়া তার কাছে বিপুল পরিমাণ কসমেটিকস পাওয়া যায়। পরে উদ্ধারকৃত স্বর্ণ বিমানবন্দর কাস্টমস ইন্টেলিজেন্সের কাছে হস্তান্তর করা হয়। এছাড়া আটক যাত্রীকে স্বর্ণ চোরাচালানের দায়ে পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।