সারা বাংলা

মুক্তিযোদ্ধারা মাঠে থাকলে আ.লীগের হাতেই ক্ষমতা থাকবে: মায়া

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, ‘বিএনপি মানুষের সম্মান কেড়ে নেয়। আর আল্লাহর ইচ্ছায় আওয়ামী লীগ মানুষের সম্মান ফিরিয়ে দেয়।’

তিনি বলেন, ‘যেখানে মুক্তিযোদ্ধারা আছেন, সেখানে শয়তান থাকে না। মুক্তিযোদ্ধারা ভয় পায় না। আমরা যতক্ষণ মাঠে থাকব ততক্ষণ মহান মুক্তিযুদ্ধের স্বপক্ষের দল আওয়ামী লীগের হাতেই ক্ষমতা থাকবে।’

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দুপুরে জেলা পরিষদের আয়োজনে মুক্তিযুদ্ধকালীন চাঁদপুর জেলার কমান্ডার ও খেতাবপ্রাপ্ত কয়েকশ’ মুক্তিযোদ্ধাকে সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘ভোটের মাধ্যমে এ সরকার ক্ষমতায় এসেছে। তাই এ সরকার ক্ষমতায় থাকলেই মানুষ শান্তিতে থাকবে। তাই আগামী নির্বাচনেও জয় বাংলা বলে নৌকায় সিল মারতে হবে।’

চাঁদপুর জেলা পরিষদ চেয়ারম্যান ওচমান গণি পাটওয়ারীর সভাপতিত্বে এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমানের সঞ্চালনায় জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদ, ফরিদগঞ্জ পৌর মেয়র আবুল খায়েরসহ অন্যরা বক্তব্য রাখেন।