নাটোর বনপাড়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের নৌকার প্রার্থী কে, এম জাকির হোসেন বেসরকারি ভাবে মেয়র নির্বাচিত হয়েছেন।
তিনি নৌকা প্রতীক নিয়ে মেয়র পদে পেয়েছেন ১১ হাজার ৮৭৯ ভোট। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাকির হোসেন সরকার নারিকেল গাছ প্রতীক নিয়ে পেয়েছেন ৫ হাজার ৮৯০ ভোট। নির্বাচিত জাকির হোসেন টানা দ্বিতীয় বারের মতো বনপাড়ার মেয়র নির্বাচিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৮ টা থেকে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএমে) ১২টি কেন্দ্রে ভোটগ্রহন শুরু হয়। বিরতিহীন ভাবে বিকেল সাড়ে ৪ টা পর্যন্ত এ ভোটগ্রহণ চলে।
বনপাড়া পৌরসভা নির্বাচনের রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার মুহাম্মদ আনোয়ারুল হক ফলাফলের বিষয়টি নিশ্চিত করেছেন।
এ পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগ ও স্বতন্ত্রসহ ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সাধারণ কাউন্সিরর পদে ৩৩ জন এবং নারী কাউন্সিলর পদে ৮ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। ৬.৯২ বর্গমাইল আয়তন বিশিষ্ট বনপাড়া পৌরসভার ১২টি কেন্দ্রে ৬৯টি কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এ পৌরসভায় ২৩ হাজার ৫৭৫ জন ভোটার রয়েছে। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ১১হাজার ৪৪৬জন এবং নারী ভোটার সংখ্যা ১২ হাজার ১২৯ জন।
অন্যদিকে বড়াইগ্রাম উপজেলার ১ নং জোয়াড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির স্বতন্ত্র প্রার্থী মো.আলী আকবর চশমা প্রতীক নিয়ে ৯২৬৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আব্দুল আলিম পেয়েছেন ৩৭৯৫ ভোট। মাঝগাঁও ইউনিয়ন পরিষদে নৌকা প্রতীক নিয়ে আব্দুল্লাহ আল আজাদ দুলাল ৭৭৪৮ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী নৌকা প্রতীকের চাঁদ মাহমুদ পেয়েছেন ৭৩৯১ ভোট।