সারা বাংলা

আ. লীগ নেতাকে পেটালেন সাবেক ছাত্রলীগ নেতা

নোয়াখালীর চাটখিল উপজেলার আওয়ামী লীগ নেতা গোলাম মোস্তফাকে (৫৮) মারধরের অভিযোগ উঠেছে সাবেক ছাত্রলীগ নেতা সালাউদ্দিন সুমনের বিরুদ্ধে।

সুমন ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক ছিলেন। গোলাম মোস্তফা খিলপাড়া ইউনিয়নের ১ নাম্বার ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। 

গতকাল বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) রাতে খিলপাড়া বাজারে সালাউদ্দিন সুমনের ব্যক্তিগত অফিসে এ ঘটনা ঘটে।  

খিলপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মীর হোসাইন জানান, উপজেলা চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম শীতার্তদের মাঝে কম্বল বিতরণের গোলাম মোস্তফাকে তথ্য সংগ্রহ করে তালিকা করতে বলেন। আগামী সোমবার (২ জানুয়ারি) কম্বল বিতরণ করার কথা। মোস্তফা দলীয় নেতাকর্মীদের নিয়ে তালিকা তৈরির কাজ করছিলেন। কিন্তু সালাউদ্দিন সুমন তাকে না জানিয়ে তালিকা করার কারণে ক্ষুব্ধ হন। ঘটনার দিন খিলপাড়া বাজারে সুমনের সঙ্গে মোস্তফার বাকবিতন্ডা হয়।

এক পর্যায়ে সুমন দুই অনুসারী দিয়ে মোস্তফাকে তুলে নিয়ে যায় তার ব্যক্তিগত অফিসে। সেখানে সুমন মোস্তফাকে পদত্যাগ করার চাপ দিয়ে মারধর করে। এতে মোস্তফা অসুস্থ হয়ে পড়ে। পরদিন শুক্রবার (৩০ ডিসেম্বর) তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে ভর্তি করে পরিবারের সদস্যরা। 

মো. মীর হোসাইন আরও বলেন, আমি স্থানীয় এমপিসহ বিষয়টি দলের ঊর্ধ্বতনদের জানিয়েছি। ইউনিয়ন আওয়ামী লীগের সব কার্যক্রম আপাতত বন্ধ ঘোষণা করা হয়েছে।   

অভিযোগের বিষয়ে জানতে একাধিকবার সালাউদ্দিন সুমনের মুঠোফোনে কল করে বন্ধ পাওয়া যায়।   

এ বিষয়ে চাটখিল উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়াম্যান মো. জাহাঙ্গীর আলম বলেন, আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সুমন বর্তমানে দলীয় কোনো দায়িত্বে নেই। ১০-১২ বছর আগে সে  ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক ছিল। বর্তমানে এমপি সাহেব (নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এএইচএম ইব্রাহিম) তাকে গাইড করেন।