সারা বাংলা

ঘুমের ওষুধ সেবনে গৃহবধূর মৃত্যু

অতিমাত্রায় ঘুমের ওষুধ সেবনে ভোলার দৌলতখান উপজেলায় নাজমা (৩০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

গতকাল সোমবার ভোলা সদর হাসপাতালে তার মৃত্যু হয়। ভোলা সদর হাসপাতালের দায়িত্বরত পুলিশ সদস্য মো. মামুন এতথ্য নিশ্চিত করেন।

এর আগে একই দিন দুপুর ১২টার দিকে অসচেতন অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

মারা যাওয়া নাজমা দৌলতখান উপজেলার চর খলিফা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কৃষক নিরব হোসেনের স্ত্রী।

মারা যাওয়া নাজমার বোন সুবর্ণা আক্তার জানান, ৩-৪ বছর ধরে নাজমা মানসিক ভারসাম্যহীন হয়ে জীবন-যাপন করছিলেন। তাকে বিভিন্ন জাগায় নিয়ে চিকিৎসা করানো হয়েছিলো। চিকিৎসকের দেওয়া ঘুমের ওষুধ নিয়মিত সেবন করতেন তিনি। আজ (গতকাল) সকালে প্রচণ্ড মাথা ব্যথা হয় তার। কোনো উপায়ন্তর না পেয়ে খালি পেটে নাজমা অতিরিক্ত ঘুমের ওষুধ সেবন করেন। পরে পরিবারের লোকজন বিষয়টি বুঝতে পেরে তাকে তাৎক্ষণিক ভোলা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।