ঘন কুয়াশার কারণে সাড়ে ৬ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।
বুধবার (৪ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে এই রুটে ফেরি চলাচল শুরু হয় বলে জানিয়েছে বিআইডব্লিউটিসি।
এর আগে রাত ৩টার দিকে কুয়াশার ঘনত্ব বৃদ্ধি পাওয়ায় দুর্ঘটনায় এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
বিআইডব্লিউটিসি আরিচা বন্দরের পরিচালক শাহ খালেদ নেওয়াজ জানান, কুয়াশা বৃদ্ধি পাওয়ায় রাত ৩টা থেকে ফেরি চলাচল বন্ধ ছিল। কুয়াশা কমে গেলে সকাল সাড়ে ৯টায় পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়।