সারা বাংলা

মাতৃভাষায় বই পেল নৃ-গোষ্ঠীর শিশুরা

সারাদেশের ন্যায় পার্বত্য জেলা রাঙামাটিতে বছরের প্রথম দিন অনুষ্ঠিত হয়েছে বই উৎসব। রোববার (১ জানুয়ারি) সকালে জেলা শহরের বনরূপা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসবের উদ্বোধন করেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী।

জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, বছরের প্রথম দিন রাঙামাটি জেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৩০ হাজার শিক্ষার্থীদের মাতৃভাষার বই প্রদান করা হয়েছে।

অংসুইপ্রু চৌধুরী বলেন, ‘যে জাতি যত শিক্ষিত সে জাতি তত উন্নত। একটি উন্নত জাতি গঠনে শিক্ষা অর্জনের বিকল্প নেই।’

জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ‘বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে নতুন বই দিতে পেরে খুবই আনন্দিত। নতুন বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে বই তুলে দিতে পাড়ায় প্রধানমন্ত্রীকে জেলা প্রশাসনের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি।’

উল্লেখ্য, ২০১৭ সাল থেকে দেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিশুদের মাতৃভাষায় পাঠদানের জন্য বই বিতরণ করে আসছে সরকার।