সারা বাংলা

শীতে ঝালকাঠিতে জনজীবন বির্পযস্ত 

দেশের দক্ষিণের জেলা ঝালকাঠিতে হাড় কাঁপানো শীতে কাপছে জনজীবন। পৌষের শেষে তীব্র শীত জেঁকে বসায় বির্পযস্ত হয়ে পড়েছে মানুষের জীবযাপন।  

রাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশায় ঢেকে থাকছে চারপাশ। হিমেল হাওয়ায় কনকনে শীতে জবুথবু অবস্থা। খুব বেশি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না কেউ। 

রোববার (৮ জানুয়ারি) সকাল থেকে তীব্র শীত পড়েছে। এতে ভোগান্তিতে পড়েছে নিন্ম আয়ের খেটে খাওয়া মানুষ। কুয়াশার কারণে হেডলাইট জ্বালিয়ে সড়কে চলছে যানবাহন। শীতে বোরো ফসলসহ কৃষিরও ক্ষতি হয়েছে।

ঝালকাঠি শহরের প্রবীণ ব্যক্তি আলী হোসেন বলেন, শীতে জবুথবু অবস্থা। সকাল থেকে দুপুর পর্যন্ত সূর্যের আলো দেখা যায় না। 

শ্রমিক ছালাম হোসেন বলেন, শীতে হাত ও পা অবস হয়ে যায়। কাজ করতে অনেক কষ্ট হয়। তারপরও পেটের তাগিদে শীত উপেক্ষা করে কাজ করতে হচ্ছে।