সারা বাংলা

অবৈধ ইট ভাটায় অভিযান, ২৪ লাখ টাকা জরিমানা

কুষ্টিয়ার দৌলতপুরে অনুমোদনহীন ৬টি ইট ভাটায় অভিযান চালিয়েছ পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। এ সময় অবৈধ ইট ভাটায় প্রস্তুত করা প্রায় দুই লাখ টাকার কাঁচা ইট ধ্বংস করা হয়।

সোমবার (৯ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযানের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শহিদুল ইসলাম।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দিনব্যাপী অবৈধ ইটভাটায় চলা এ অভিযানে উপজেলার আদাবাড়ীয়া এলাকার আরইউবি ব্রিকস এর মালিককে ৫ লাখ টাকা, দুখিপুর এলালার এরএনবি ব্রিকস এর মালিককে ৩ লাখ টাকা, কিশোরীনগর এলাকার এসআরবি ব্রিকস এর মালিককে ৩ লাখ টাকা, ডাংমড়কা এলাকার এমআরএন ব্রিকস এর মালিককে ৩ লাখ টাকা ও এনবিএল ব্রিকস এর মালিককে ৫ লাখ টাকা এবং প্রাগপুর এলাকার বিএনবি ব্রিকস এর মালিককে ৫ লাখ টাকার জরিমানা করা হয়।

কুষ্টিয়া পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ আতাউর রহমান জানান, জেলায় ১৪৬টি অবৈধ ইট ভাটা আছে। এর মধ্যে দৌলতপুর উপজেলায় ২৮টি। অবৈধ এসব ইট ভাটায় অভিযান অব্যাহত থাকবে।