সারা বাংলা

ধামরাইয়ে ইটভাটায় ১৫ লাখ টাকা জরিমানা

ঢাকার ধামরাইয়ে অনুমোদমহীন তিনটি ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। এ সময় ভেঙে দেওয়া হয়েছে ভাটার কাঁচা ইট।

রোববার (১৫ জানুয়ারি) বিকেলে উপজেলার তিনটি ইউনিয়নের ইটভাটায় অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আক্তার। 

ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আক্তার বলেন, হাইকোর্টের নির্দেশনা অনুয়ায়ী ধামরাইয়ের তিনটি ইউনিয়নে ইটভাটায় অভিযান চালানো হয়েছে। অভিযানে বালিয়া ইউনিয়নের মক্কা ব্রিকস, আমতা ইউনিয়নের নান্দেশ্বরী এলাকার সুরমা ব্রিকস ও কুশুরা ইউনিয়নের বুচার বাড়ি এলাকার মেসার্স পিউর ব্রিকসকে ৫ লাখ করে মোট ১৫ লাখ টাকা জরিমানা করা হয়। ভেঙে দেওয়া হয় কাঁচা ইট।