সারা বাংলা

চট্টগ্রামে পুলিশ-বিএনপি সংঘর্ষ, আহত ২০

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার কাজীর দেউড়ি এলাকায় পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এসময় উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। এছাড়াও পুলিশের একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়ারও ঘটনা ঘটে।

সোমবার (১৬ জানুয়ারি) বিকেলে সাড়ে ৩টার দিকে সংঘর্ষ শুরু হয়। 

চট্টগ্রাম নগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে বিএনপি বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিলের আয়োজন করে। মিছিলের এক পর্যায়ে বিএনপি নেতাকর্মীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। এই সময় বিএনপি নেতাকর্মীরা কাজীর দেউড়ি মোড়ের ট্রাফিক বক্সের পাশে থাকা পুলিশের একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। এই সময় পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। পুলিশ ঘটনাস্থল থেকে কমপক্ষে ২০ জনকে আটক করেছে। এছাড়া এই ঘটনায় পুলিশসহ কমপক্ষে ১৫/২০ জন আহত হয়েছেন। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।