সারা বাংলা

সড়কের পাশে পড়ে থাকা ২০ বস্তা চাল কার?

ঢাকার সাভারে একটি আঞ্চলিক সড়কের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় খাদ্য অধিদপ্তরের লোগো ও ‘শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ’ স্লোগান সম্বলিত ২০ বস্তা চাল উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৬ জানুয়ারি) দুপুরে সাভার পৌর এলাকার ভাটপাড়ার আঞ্চলিক সড়কের পাশে পরিত্যক্ত অবস্থায় ২০ বস্তা চাল দেখতে পান স্থানীয়রা। পরে থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চালসহ বস্তাগুলো উদ্ধার করে।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শাহিদুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় ২০ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। প্রতিটি বস্তায় ৩০ কেজি করে চাল রয়েছে। বস্তাগুলো কীভাবে ওই স্থানে এলো, সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি।’

সাভার খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, ‘সরকারের বিভিন্ন খাদ্য সহায়তা কর্মসূচির আওতায় উপকারভোগীরা পরবর্তীতে বস্তাগুলো বিভিন্ন কাজে ব্যবহার করেন। বাজারেও এ ধরনের বস্তা পাওয়া যায়। আমরা এই চালগুলো সরকারি কিনা এবং অসদুপায় অবলম্বন করে চালগুলো ওই স্থানে নেয়া হয়েছিল কিনা সেটি জানার চেষ্টা করছি। তবে এই মুহূর্তে চালগুলো সরকারি সেটি নিশ্চিত করা বলা সম্ভব নয়।’