সারা বাংলা

সুবর্ণচরে ৩৬ হাজার চারা দিচ্ছে আর্জেন্টিনা সমর্থকরা

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় ৩৬ হাজার গাছের চারা বিতরণ করছে আর্জেন্টিনা সমর্থকরা। এ উপলক্ষে  বুধবার (১৮ জানুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলার চরবাটা ইউনিয়নের খাসের উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে স্কুল শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে আড়াই হাজার চারা বিতরণ করা হয়েছে।

চরবাটা খাসেরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু অসীম কুমার দাসের সভাপতিত্বে এসময় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সৈকত সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মোনায়েম খান, সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মো. সাইফুল ইসলাম সুমন, চর আমান উল্যাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক বেলায়েত হোসেন, মিডিয়া ব্যক্তিত্ব অনুপম ফকির, বৃক্ষ প্রেমী মো. সাখাওয়াত উল্যাহ, চরবাটা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মোজাম্মেল হোসেন প্রমুখ।  

প্রসঙ্গত, ৩৬ বছর পর আর্জেন্টিনার বিশ্বকাপ জয় উপলক্ষে গাছ লাগান পরিবেশ বাঁচান এই স্লোগানে আজ থেকে শুরু হয়েছে গাছের চারা রোপণ ও বিতরণ কার্যক্রম। আগামী ২৪ জানুয়ারি পর্যন্ত উপজেলার সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের মধ্যে ৩৬ হাজার চারা বিতরণ করা হবে।