সারা বাংলা

জামালপুরে একসাথে চার সন্তানের জন্ম দিলেন গৃহবধূ 

জামালপুর শহরের দেওয়ানপাড়া বেসরকারি হাসপাতাল এ্যাপোলোতে আঞ্জুয়ারা বেগম (২১) নামের এক প্রসূতি একসঙ্গে চারটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে সিজারের মাধ্যমে শিশুদের জন্ম দেন ওই গৃহবধূ।

গৃহবধূ আঞ্জুয়ারা বেগম জামালপুরের সরিষাবাড়ি উপজেলার চর-সরিষাবাড়ি এলাকার বাসিন্দা কাঠমিস্ত্রি মো. বাবুর স্ত্রী।

হাসপাতালের চিকিৎসক ডা. খায়রুল বাশার পলাশ বলেন, আমার তত্ত্বাবধানে চার শিশুর জন্ম হওয়ায় আমি খুবই খুশি। শিশুদের মা সুস্থ আছেন। গতকাল বিকেল ৫টা থেকে শুরু হয় অপারেশন। প্রায় ঘণ্টাখানেক অপারেশন চলে। পরে ওজন কম হওয়ার কারণে উন্নত চিকিৎসার জন্য শিশুদের জামালপুর জোনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।

আঞ্জুয়ারা বেগমের স্বামী বাবু জানান, প্রায় ৮ বছর পর আল্লাহর রহমত হয়েছে আমাদের উপর। একসঙ্গে চারটি কন্যা সন্তান দিয়েছেন তিনি। আমি খুব খুশি হয়েছি। তবে আমি খুব গরিব মানুষ। চার সন্তান লালন পালন করা আমার পক্ষে খুবই কঠিন হয়ে পড়বে।