সারা বাংলা

দারিদ্র্যের হার ৪০ থেকে কমিয়ে ২১ শতাংশে এনেছে সরকার: স্পিকার

জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেছেন, ‘২০০৯ সাল থেকে বর্তমান সরকার ক্ষমতায় আছে। এর মধ্যে, দারিদ্র্যের হার ৪০ শতাংশ থেকে কমিয়ে ২১ শতাংশে আনা সম্ভব হয়েছে। হতদরিদ্র মানুষের ভাগ্য পরিবর্তনে সারাদেশে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে।’

তিনি বলেন, ‘দারিদ্রসীমার নিচে যারা বাস করছেন, তাদের নানা ধরনের ভাতা দিচ্ছে সরকার। আগামীতেও মাতৃত্বকালীন, বিধবা, নারী, প্রতিবন্ধী, শিক্ষা ভাতাসহ বিভিন্ন ধরনের ভাতা বাড়ানো হবে।’

শুক্রবার (২০ জানুয়ারি) সকালে মাদারীপুর জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

শিরীন শারমিন চৌধুরী বলেন, ‘২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা হবে। স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে সামগ্রিক পরিকল্পনার ভেতরে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠী, ছিন্নমূল মানুষ, নারী ও শিশু অন্তর্ভুক্ত থাকবে।’

তিনি আরো বলেন, ‘পদ্মা সেতু উদ্বোধনের পর উন্নয়নের যে অগ্রযাত্রা শুরু হয়েছে। এই উন্নয়নের অগ্রযাত্রাই বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে ভূমিকা পালন করবে।’

এসময় আরো উপস্থিত ছিলেন চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান, জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহমেদ মোল্লা, জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরী, পুলিশ সুপার মাসুদ আলম প্রমুখ।