সারা বাংলা

ধামরাইয়ে দুই ইটভাটাকে ১০ লাখ টাকা জরিমানা

ঢাকার ধামরাইয়ে অবৈধভাবে গড়ে ওঠা দুই ইটভাটাকে ১০ লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২৭ জানুয়ারি) উপজেলার সুয়াপুর ইউনিয়নের মেসার্স মা স্টার ব্রিকস ও নান্নার ইউনিয়নের মেসার্স জেজেবি ইটভাটায় এ অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আক্তার।

উপজেলা প্রশাসন জানায়, মেসার্স মা স্টার ব্রিকস ও মেসার্স জেজেবি ইটভাটাকে ৫ লাখ করে মোট ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া মাটি খনন যন্ত্র দিয়ে কাঁচা ইট ভেঙে দেওয়া হয়।

ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আক্তার বলেন, ‘উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী দুই ইটভাটায় অভিযান চালানো হয়েছে। এতে এক ভাটা কর্তৃপক্ষ বৈধ কাগজপত্র দেখাতে পারেনি ও অপরটি কাগজপত্র নবায়ন করেনি। এ জন্য দুই ইটভাটাকে ৫ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।’