সারা বাংলা

জ্ঞানভিত্তিক স্মার্ট বাংলাদেশ গড়তে চাই: পলক

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ‘জ্ঞানভিত্তিক স্মার্ট বাংলাদেশ গড়তে চাই। একজন আলোকিত মানুষ পুরো বিশ্বকে পরিবর্তন করতে পারে। আজকের শিক্ষার্থীরা শুধু সরকারের কাছ থেকে সহযোগিতা নেবে না, তারা উদ্যোক্তা হয়ে সরকারকে সহযোগিতা করবে।’

শুক্রবার (২৭ জানুয়ারি) বিকেলে উপজেলা কোর্ট মাঠে ১২ দিনব্যাপী চলনবিল শিক্ষা উৎসবের ৮ম দিনে সম্মাননা ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘সিংড়ায় ৫ বছরে যে উন্নয়ন হয়েছে, বিগত ৫০ বছরেও তা হয়নি। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানকে স্মার্ট-ক্লিন করতে চাই। প্রধানমন্ত্রী বলেছেন, আমরা জ্ঞানভিত্তিক স্মার্ট বাংলাদেশ গড়তে চাই। শিক্ষার প্রসার ঘটাতে আমরা ১২ দিনব্যাপী শিক্ষা উৎসব করছি। অর্থাভাবে কারও লেখাপড়া যাতে বন্ধ না হয়, সেজন্য আমাদের এই শিক্ষা উৎসব।’

তিনি বলেন, ‘শিক্ষার্থীদের স্মার্ট হতে হবে, উদ্যমী হতে হবে, সাহসী হতে হবে। শিক্ষিত ছেলে-মেয়েদের লেখাপড়া শেষ করে যাতে চাকরির জন্য দৌড়াতে না হয়, সেজন্য শেখ হাসিনার পক্ষ থেকে ডিজিটাল হাব, আইসিটি পার্ক উপহার হিসেবে এনেছি।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম এম সামিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাইকোর্টের বিচারপতি ফাহমিদা কাদের, শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়া সুলতানা, পুলিশের অতিরিক্ত আইজি মো. আতিকুল ইসলাম।