সারা বাংলা

বাড়ির দেয়াল ভেঙ্গে রড লুটপাটের অভিযোগ

নেত্রকোনার মোহনগঞ্জে সুকুমার চন্দ্র রায় নামে এক ব্যক্তির বাড়ির দেয়াল ভেঙে ভেতরে থাকা রড লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর ভাগ্নে জনি চন্দ্র রায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

শনিবার (২৮ জানুয়ারি) মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, গত সোমবার রাতে পৌর শহরের দক্ষিণ দৌলতপুর শেখবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত রাজ কিশোর রায় একই এলাকার রথীন্দ্র কিশোর রায়ের ছেলে।

অভিযোগ ও এলাকাবাসী সূত্র জানা গেছে, বাড়ির মালিক সুকুমার চন্দ্র রায় ঢাকায় বসবাস করেন। তার ভাগ্নে জনি চন্দ্র রায় মামার বাড়িসহ জমিজমা দেখাশোনা করেন।

গত সোমবার সুকুমার চন্দ্র রায়ের বাড়ির দেয়াল ভেঙে ফেলে দেয় প্রতিবেশী রাজ কিশোর রায়। এসময় দেয়ালের ভেতরে থাকা ২৮০ কেজি রড লুট করে নিয়ে যাওয়া হয়।

এ বিষয়ে জানতে অভিযুক্ত রাজ কিশোরের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।

রাজ কিশোরে বাবা রথীন্দ্র কিশোর রায় বলেন, ‘এসব অভিযোগ মিথ্যে। আমার ছেলে এমন কিছুই করেনি। সুকুমার চন্দ্র রায় আমার জায়গায় দেয়াল তুলেছেন। আমার ছেলে এর প্রতিবাদ করেছে।’

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলার আব্দুর রাজ্জাক বলেন, ‘সুকুমার চন্দ্র রায় পৌরসভার অনুমতি নিয়ে, নিয়ম মেনে বাড়ি করেছেন। তার দেয়াল ভাঙ্গা ঠিক হয়নি।’

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘তদন্তে অভিযোগের সত্যতা মিলেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’