সারা বাংলা

দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা ১৩.১ ডিগ্রি সেলসিয়াস 

দিনাজপুরে তাপমাত্রা আবার বাড়তে শুরু করেছে। একদিনের ব্যবধানে তাপমাত্রা প্রায় দুই ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। তাপমাত্রা ওঠানামা করলেও এখানে তীব্র শীত অব্যাহত রয়েছে।

সোমবার (৩০ জানুয়ারি) সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩.১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা ৮৭ শতাংশ।

সকালে বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা আসাদুজ্জামান।

তিনি জানান, আজ সকালে দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩.১ ডিগ্রি সেলসিয়াস। গতকাল একই সময় তাপমাত্রা ছিলো ১১.৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা ছিলো ৮৫ শতাংশ।