সারা বাংলা

সিলেট-জকিগঞ্জ সড়কের পরিবহন ধর্মঘট স্থগিত

সিলেট-জকিগঞ্জ সড়কে বিআরটিসির বাস চলাচলের প্রতিবাদে পরিবহন শ্রমিক সংগঠনের ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট স্থগিত করা হয়েছে। সোমবার সকাল ৬টা থেকে ধর্মঘটের ডাকা দেওয়া হয়েছিল।

রোববার (২৯ জানুয়ারি) রাতে সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রশাসনের কর্মকর্তা, বিআরটিসি কর্তৃপক্ষ ও জেলা সড়ক পরিবহন মালিক সমিতির নেতাদের বৈঠকের পর পূর্ব ঘোষিত কর্মসূচি স্থগিত করা হয়।

সমিতির সাধারণ সম্পাদক শাহ মো. জিয়াউর কবির বলেন, ‘ভারপ্রাপ্ত জেলা প্রশাসকসহ প্রশাসনের কর্মকর্তাদের আশ্বাসে ধর্মঘট আপাতত স্থগিত ঘোষণা করা হয়েছে।’

বিআরটিসির সিলেট ডিপোর ব্যবস্থাপক জানিয়েছেন, সিলেট-জকিগঞ্জ রুটে চারটি বিআরটিসি বাসের বেশি চলাচল করবে না। এমন আশ্বাসের পরিপ্রেক্ষিতে কর্মসূচি আপাতত স্থগিত ঘোষণা করা হয়েছে।

এর আগে, শনিবার (২৮ জানুয়ারি) রাতে সিলেট নগরের দক্ষিণ সুরমার কদমতলীতে জেলা সড়ক পরিবহন মালিক সমিতির কার্যালয়ে পরিবহন মালিক সমিতি ও জেলা বাস–মিনিবাস কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের যৌথ সভায় ওই রুটে পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হয়।