সারা বাংলা

আ.লীগের জনসভার বিশেষ ট্রেন থেকে পড়ে আহত ব্যক্তি মারা গেছেন

রাজশাহীতে আওয়ামী লীগের জনসভার বিশেষ ট্রেন থেকে পড়ে আহত মুসা সরকার (৪০) মারা গেছেন। সোমবার (৩০ জানুয়ারি) রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মুসা সরকারের বাড়ি নাটোর সদর উপজেলার কেশবপুর গ্রামে। নিহতের ভাই ইসরাফিল সরকার জানান, তার ভাই কৃষক। রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন না। তবে আওয়ামী লীগের সমর্থক হিসেবে প্রধানমন্ত্রীকে দেখতে রাজশাহীর জনসভায় গিয়েছিলেন।

রামেক হাসপাতালের আইসিইউ ইনচার্জ ডা. আবু হেনা মোস্তফা কামাল বলেন, ‘মুসার অবস্থা খুবই সংকটাপন্ন ছিল। হাসপাতালে আনার সঙ্গে সঙ্গে তাকে আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। সোমবার দুপুরে তিনি মারা যান।’

উল্লেখ্য, রোববার রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভা অনুষ্ঠিত হয়। এই জনসভায় আওয়ামী লীগের নেতাকর্মীদের আসা-যাওয়ার জন্য ৮টি ট্রেন ভাড়া নেওয়া হয়েছিল। এর একটিতে এসেছিলেন মুসা সরকার।

জনসভা শেষে ফেরার পথে রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশন এলাকায় ট্রেনের ছাদ থেকে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী তাকে হাসপাতালে নেন।