সারা বাংলা

ওসমানীতে বিমান ওঠানামা স্বাভাবিক

সিলেট এমএজি ওসমানী বিমানবন্দরে আড়াই ঘণ্টা পর বিমান ওঠানামা স্বাভাবিক হয়েছে। একটি যাত্রীবাহী উড়োজাহাজের চাকা রানওয়েতে পাংচার হওয়ার কারণে এই বিমানবন্দরে বিমান ওঠানামা বন্ধ ছিল।

শুক্রবার (৩ ফিব্রুয়ারি) বিকেল ৫টায় এতথ্য নিশ্চিত করেন ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমেদ।

এর আগে একই দিন দুপুর ১টার দিকে দিকে উড্ডয়নের সময় বিকট শব্দে বিমানের একটি বোয়িং বিমানের চাকা পাংচার হয়। এসময় পুরো উড়োজাহাজে ঝাঁকুনি শুরু হয়। এতে আতঙ্কিত হয়ে পড়েন উড়োজাহাজটির ১৪৮ যাত্রী। তবে যাত্রীদের কোনো ক্ষতি হয়নি। 

আরও পড়ুন: উড়োজাহাজের চাকা পাংচার, ওসমানীতে বিমান ওঠানামা বন্ধ

ওসমানী বিমানবন্দর সূত্রে জানা যায়, বিমানের বোয়িং-৭৩৭ উড়োজাহাজটি ১৪৮ জন যাত্রী নিয়ে সিলেট থেকে ঢাকার উদ্দেশ্য দুপুর ১২টা ৫৫ মিনিটে উড্ডয়নের কথা ছিলো। উড়োজাহাটি রানওয়েতে যাত্রা শুরুর পরপর বিকট শব্দে পেছনের চাকা ফেটে যায়। 

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমেদ বলেন, চাকা ফেটে রানওয়েতে উড়োজাহাজ আটকে থাকার কারণে  ফ্লাইট ওঠানামা বন্ধ ছিল। আড়াই ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়। আটকে পড়া যাত্রীদের বিমান কর্তৃপক্ষ বিকল্প ফ্লাইটে ঢাকায় নিয়ে গেছে।