সারা বাংলা

দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা  ১১.৫ ডিগ্রি সেলসিয়াস 

দিনাজপুরে হিমেল বাতাস বেড়েছে। ফলে তীব্র শীতে কাঁপছে এ জেলার মানুষ। খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। জেলায় তাপমাত্রা আগের দিনের চেয়েও কমেছে। 

শনিবার (৪ ফেব্রুয়ারি) সকাল ৯টায় দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১.৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা ৮৯ শতাংশ। 

সকালে বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা আসাদুজ্জামান।

তিনি আরও জানান, গতকাল একই সময় তাপমাত্রা ছিলো ১২.৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা ছিলো ৯৪ শতাংশ।