সারা বাংলা

সাতক্ষীরায় দেড় কোটি টাকার সোনা উদ্ধার, গ্রেপ্তার ১

ভারতে পাচারের সময় সাতক্ষীরার বাঁকাল ব্রীজ সংলগ্ন এলাকা থেকে ২ কেজি ১০০ গ্রাম ওজনের ১৮ পিস স্বর্ণের বারসহ চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়। জব্দকৃত স্বর্ণের দাম ১ কোটি ৫৩ লাখ টাকা। এ সময় একটি মোটরসাইকেল জব্দ করা হয়।   

গ্রেপ্তার ব্যক্তির নাম মো. মিঠু (২৭)। তিনি সাতক্ষীরার সদর উপজেলার লাবসা ইউনিয়নের থানাঘাটা গ্রামের শওকত আলীর ছেলে। 

সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সজীব খান বিষয়টি নিশ্চিত করে জানান, স্বর্ণের বড় চালান বাংলাদেশ থেকে ভারতে পাচার করা হচ্ছে— এমন গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে পুলিশের চৌকসদল সদর উপজেলার বাঁকাল ব্রীজ সংলগ্ন এলাকায় অভিযান চালায়। এ সময় সেখান থেকে স্বর্ণ চোরাকারবারি মিঠুকে তার ব্যবহৃত মোটরসাইকেলসহ আটক করা হয়। পরে তার মোটরসাইকেলের সিটের তলায় তল্লাশি চালিয়ে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা প্যাকেটে রক্ষিত ১৮ পিস স্বর্ণের বার জব্দ করা হয়।