সারা বাংলা

অগভীর নলকূপের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, বিপাকে কৃষক 

নওগাঁর মহাদেবপুরে শর্ত ভঙ্গের অভিযোগে দুটি বিদ্যুৎ চালিত অগভীর (এসটিডব্লিউ) নলকূপের বিদুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ। গত ১২ জানুয়ারি খাজুর ইউনিয়নের হেলেঞ্চা ও হাতুড় ইউনিয়নের রাইপুর গ্রামের এ দুটি নলকূপের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এতে ওই দুটি অগভীর নলকূপের আওতায় শতাধিক বিঘা জমির বোরো ধান চাষ নিয়ে বিপাকে পড়েছেন কৃষকরা। 

এদিকে, সেচ দিতে না পারায় রোপণ করা বোরো ফসলের মাঠ ফেটে চৌচির হয়ে গেছে। আবার অনেক জমিতে পানি দিতে না পারায় বোরো রোপণ করতে পারছেন না কৃষকরা। 

অগভীর নলকূপ এর পরিচালক ইউনুছ আলী বলেন, ‘আমি দীর্ঘ আট বছর ধরে নলকূপ থেকে কৃষকদের সেচের পানি দিয়ে আসছি। হঠাৎ করেই এ বছর সেচ কমিটির সিদ্ধান্তে সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।’ 

মহাদেবপুর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার রবিউল আলম বলেন, ‘সংযোগ দুটি সেচ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বিচ্ছিন্ন করা কয়েছে।’ 

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ মহাদেবপুর জোনের সহকারী প্রকৌশলী সেলিম রেজা বলেন, ‘বিদ্যুৎ চালিত ওই দুটি অগভীর নলকূপের মালিকরা শর্ত ভঙ্গ করায় উপজেলা সেচ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।’

সেচ কমিটির সভাপতি মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবু হাসান জানান, ‘উপজেলায় মোট ৬০টি অগভীর নলকূপ শর্ত ভঙ্গ করে সেচ কাজ চালাচ্ছে। সবাইকে সাবধান করার কন্য প্রাথমিকভাবে দুটি অগভীর নলকূপের সংযোগ বিচ্ছিন্নের নির্দেশ দেওয়া হয়েছে।’ 

এই সিদ্ধান্তে কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা জানতে চাইলে ইউএনও এককথায় বলেন কৃষক কোনভাবেই ক্ষতিগ্রস্ত হবেন না। এমনকি ওই অগভীর নলকূপের পরিচালক বিষয়টি সাংবাদিকদের জানানোর অপরাধে উপস্থিত সাংবাদিকদের সামনেই বরেন্দ্র বহুমুখী উনয়ন কর্তৃপক্ষ মহাদেবপুর জোনের সহকারী প্রকৌশলীকে মুঠোফোনে নির্দেশ দেন ওই অগভীর নলকূপের সংযোগ স্থায়ীভাবে বন্ধ করে বিকল্প উপায়ে সেচ দেওয়ার ব্যবস্থা করতে।