ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামকুড় সীমান্তে বিএসএফ'র গুলিতে আরিফুল ইসলাম (৩০) নামের এক বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হয়েছেন।
বুধবার (৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে ভারতের পাখি উড়া সীমান্তে এ ঘটনা ঘটে।
নিহত আরিফুল ইসলাম শ্যামকুড় ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামের মৃত আফেজ উদ্দিনের ছেলে।
শ্যামকুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামিরুল ইসলাম জানান, ভোরে শ্যামকুড় গ্রামের আরিফুলসহ ৪/৫ জন গরু ব্যবসায়ী ভারতে গরু আনতে যান। সেখান থেকে সকালে গরু নিয়ে ফেরার সময় ভারতের পাখিউড়া বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে আরিফুল নিহত হন। নিহতের লাশ আজ দুপুর ২টা পর্যন্ত পাখিউড়া সীমান্তের মাঠে পড়ে ছিলো।
ঝিনাইদহ ৫৮ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মাসুদ পারভেজ রানা জানান, সীমান্তে একজন মারা গেছে এ খবর পেয়েছি। তবে নিহত ব্যক্তি বাংলাদেশি কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। বিএসএফকে জানানো হয়েছে। তারা একজন নিহত হয়েছে বলে স্বীকার করেছে। নিহত ব্যক্তি বাংলাদেশি নাগরিক হলে পতাকা বৈঠকের মাধ্যমে তার লাশ ফেরত আনা হবে। এ বিষয়ে তদন্তের পর বিস্তারিত জানাতে পারবো।