সারা বাংলা

দিনাজপুর বোর্ডে ৬২৫৫ ছাত্রী পেয়েছে জিপিএ-৫

দিনাজপুর শিক্ষা বোর্ডে এইচএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ৭৯ দশমিক ৮ শতাংশ। এবার জিপিএ-৫ পেয়েছেন ১১ হাজার ৮৩০ জন পরীক্ষার্থী। এদের মধ্যে ৬ হাজার ২৫৫ জনই ছাত্রী।

বুধবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক কামরুল ইসলাম এতথ্য জানান।

শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, এবছর ৬৭১টি কলেজের ২০২টি কেন্দ্রে ১ লাখ ১৩ হাজার ৪৪ পরীক্ষার্থী অংশ নেন। এরমধ্যে পাস করেন ১ লাখ ২০ হাজার ৯৩ শিক্ষার্থী। পাসের হার গতবারের তুলনায় কমেছে। গতবার পাসের হার ছিল ৮১ দশমিক ১৬ শতাংশ।

এবার এই শিক্ষা বোর্ডে ২৪টি কলেজের শতভাগ শিক্ষার্থী পাস করেছেন। এই বোর্ডে ছাত্রদের পাসের হার ৭৬ দশমিক ০৮ শতাংশ। আর ছাত্রীদের পাসের হার ৮২ দশমিক ১৩। জিপিএ-৫ প্রাপ্ত ছাত্রের সংখ্যা ৫ হাজার ৫৭৫ জন ও ছাত্রীর সংখ্যা ৬ হাজার ২৫৫ জন।