সারা বাংলা

যশোরে ৯ কোটি টাকার স্বর্ণ জব্দ

যশোরে একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৬০ পিস স্বর্ণের বার জব্দ করেছে বিজিবি। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি তারা। জব্দকৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ৯ কোটি টাকা। 

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বিজিবির ২১ ব্যাটেলিয়ন ও ৪৯ ব্যাটেলিয়ন যৌথ অভিযান চালিয়ে এসব স্বর্ণ জব্দ করে। 

৪৯ বিজিবির সিও লে. কর্নেল সাহেদ মিনহাজ সিদ্দিকি জানান, স্বর্ণের একটি বড় চালান ভারতে পাচারের জন্য বেনাপোল যাচ্ছে বলে খবর আসে। এরপরই বিজিবির দুই ব্যাটেলিয়ন যৌথভাবে অভিযান শুরু করে। একটি প্রাইভেটকারকে সন্দেহ হলে সেটিকে থামতে সংকেত দেওয়া হয়। এসময় গাড়িতে থাকা চালক ও পাচারকারী চলন্ত গাড়ি থেকে লাফ দিয়ে পালিয়ে যান। পরে গাড়িটি তল্লাশি করে বিশেষভাবে লুকানো অবস্থায় ৬০ পিস স্বর্ণের বার জব্দ করা হয়। জব্দকৃত স্বর্ণের মূল্য ৯ কোটি টাকা।