সারা বাংলা

বিদ্যালয়ের গেট ভেঙ্গে পড়ে দুই শিক্ষার্থী আহত

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার দক্ষিণ রেংকার্য্য শহিদ জব্বার নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেট ভেঙ্গে পড়ে দুই শিক্ষার্থী আহত হয়েছে। স্থানীয়রা তাদের উদ্ধার করে লংগদু উপজেলার এক হাসপাতালে পাঠিয়েছেন।

বুধবার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলো- একই এলাকার মামুন মিয়ার মেয়ে মিম আক্তার (৭) ও মোহাইমেনুল ইসলামের ছেলে আহাদুল ইসলাম (৭)।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রেজাউল বলেন, ‘বিদ্যালয়ে মাঠে কোনও প্রাচীর নেই। তাই ৩-৪ ফিটের একটি ইটের গাঁথুনি দিয়ে তার সঙ্গে গেট লাগানো হয়েছিল। সকালে দুই শিশু গেটে উঠতে গেলে সেটি ভেঙে পড়ে।’

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রফিকুল ইসলাম বলেন, ‘গেট ভেঙে দুই শিক্ষার্থী আহত হয়েছে। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। গেটটি দ্রুত মেরামত করা হবে।’

এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুস্মিতা ত্রিপুরা বলেন, ‘গেটের পিলার ভেঙে দুই শিশু আহত হয়েছে বলে জেনেছি।’