সারা বাংলা

পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে কৃষকের মৃত্যু

মাদারীপুরে সেচ পানির পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে আলাউদ্দিন ব্যাপারী (৩৪) নামের এক এক কৃষকের মৃত্যু হয়েছে। 

রোববার সকালে সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের ভদ্রখোলা গ্রামে ঘটনাটি ঘটে।

মারা যাওয়া আলাউদ্দিন একই গ্রামের রাজ্জাক ব্যাপারীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে আলাউদ্দিন তার বাড়ির পাশের জমিতে পানি দেওয়ার জন্য যান। সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গেলে তিনি বিদ্যুৎস্পষ্ট হন । পরে গুরতর অবস্থায় স্থানীয় লোকজন তাকে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আলাউদ্দিনকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্ত্রী নাসরিন বেগম বলেন, ‘আমার এক ছেলে বয়স দেড় বছর। এখনো কথা বলতে পারে না। বড় ছেলের বয়স চার বছর। সেও এখনো স্কুলে ভর্তি হয়নি। স্বামী মারা যাওয়ায় আমি ওদের নিয়ে কিভাবে বাঁচবো।’ মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী বলেন, সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে যায়।