সারা বাংলা

দীঘিনালায় ধসে পড়লো বেইলি সেতু 

খাগড়াছড়ির দীঘিনালার মাইনী নদীর ওপর থাকা একটি বেইলি সেতু ভেঙে পড়েছে। এতে খাগড়াছড়ির দীঘিনালার সঙ্গে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা ও পর্যটনকেন্দ্র সাজেকের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে বিকল্প হিসেবে সাজেক ফেরত পর্যটকদের গাড়িবহর থানা বাজারের ফুট ব্রিজ দিয়ে পারাপারের ব্যবস্থ করা হয়।

মঙ্গলবার (৭ মার্চ) সকাল সোয়া ১০টার দিকে পাথর বোঝাই একটি ট্রাক উঠলে বেইলি ব্রিজটি ধসে পড়ে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

আরও পড়ুন: খাগড়াছড়ি-সাজেক সড়কের দুটি সেতুই চরম ঝুঁকিপূর্ণ

এদিকে, ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেছেন- পার্বত্য চট্টগ্রাম টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি, জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান, পুলিশ সুপার মো. নাইমুল হক ও সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার কোরের কর্মকর্তারা।

দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আরাফাতুল আলম জানান, বেইলি ব্রিজ ভেঙে যাওয়ায় সাজেক ফেরত পর্যটকদের গাড়িবহর থানা বাজারের ফুট ব্রিজ দিয়ে পারাপারের ব্যবস্থ করা হয়েছে।

খাগড়াছড়ি সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী সবুজ চাকমা জানান, বেইলি ব্রিজটি দ্রুত মেরামত করে সচল করার উদ্যোগ নেওয়া হবে।

স্থানীয় সূত্রে জানা যায়, মাইনী নদীর ওপর তিন দশক আগে অস্থায়ীভাবে নির্মাণ করা হয় বেইলি সেতুটি। ২০১৭ সালের ২৭ অক্টোবর একটি কাঠ বোঝাই ট্রাকসহ এই ব্রিজটি একবার ধসে পড়েছিল। সে সময় সাজেক পর্যটন কেন্দ্রসহ রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ সাতদিন বন্ধ ছিলো।

প্রসঙ্গত, গত ২৯ জানুয়ারি খাগড়াছড়ি-সাজেক সড়কের দুটি সেতুই চরম ঝুঁকিপূর্ণ এই শিরোনামে রাইজিংবিডি.কম একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল।