সারা বাংলা

লঞ্চ থেকে নদীতে পড়ে যুবক নিখোঁজ

পটুয়াখালীর দশমিনায় লঞ্চ থেকে তেঁতুলিয়া নদীতে পড়ে সাইফুল ইসলাম (২৫)  নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। 

শুক্রবার (১০ মার্চ) ভোরে পূবালী-৫ লঞ্চে করে ঢাকা থেকে রাঙ্গাবালী আসার সময় বীজবর্ধনখামা সংলগ্ন তেঁতুলিয়া নদীতে পড়ে যান তিনি।

নিখোঁজ সাইফুল রাঙ্গবালী উপজেলার  চরমোন্তজের হানিফ বিশ্বাসের ছেলে। 

পুলিশ ও নিখোঁজের পারিবার জানায়, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে ঢাকার সদরঘাট থেকে পূবালী-৫ নামের একটি লঞ্চে চর মোন্তাজ আসছিলেন সাইফুল। এসময় সাইফুলের বড় ভাই বাদশা বিশ্বাস ও এক স্বজন সঙ্গে ছিলেন। ভোর পৌনে ৫টার দিকে লঞ্চটি বাঁশবাড়িয়ার বীজবর্ধন খামার এলাকা অতিক্রমকালে তেঁতুলিয়া নদীতে পড়ে নিখোঁজ হন সাইফুল। 

ওই লঞ্চের মাস্টার ইনচার্জ মো. মনির জানান, যাত্রী নদীতে পড়ে যাওয়ার খবর পেয়ে তাৎক্ষণিক লঞ্চ থামিয়ে দেওয়া হয়। তেঁতুলিয়া নদীর যে স্থানে ঘটনাটি ঘটেছে সেটি গভীর ও ভাঙনকবলিত এলাকা। তিনি এবং নিখোঁজ যাত্রীর স্বজনরা ঘটনাস্থলে রয়েছেন।

দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন নদীতে নিখোঁজ যুবকের সন্ধানে কাজ করছে। নিখোঁজের স্বজন ও স্থানীয় লোকজনও উদ্ধারে নেমেছেন। 

তিনি আরও বলেন, ওই যাত্রী কীভাবে বা কেন নদীতে পড়ে গেছেন তা এখনও জানা যায়নি।