সাভারে একটি বিরল প্রজাতির গন্ধগোকুল উদ্ধার করেছে স্থানীয়রা। প্রাণীটিকে নিরাপদ স্থানে অবমুক্ত করতে বন্যপ্রাণী কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করতে কাজ শুরু করেছেন এলাকাবাসী।
মঙ্গলবার (১৪ মার্চ) সকালে সাভার পৌরসভার ৮নং ওয়ার্ড রাজাসনের নির্মল মার্কেট এলাকা থেকে প্রাণীটি উদ্ধার করেন লিউনার্ট নয়ন গমেজ নামের এক বাসিন্দা।
লিউনার্ট নয়ন গোমেজ বলেন, আজ সকালে আমার বাড়ির পাশের গাছে কালো রঙের একটি প্রাণীকে দেখতে পাই। পরে গাছ থেকে নামিয়ে প্রাণিটিকে খাঁচায় আবদ্ধ করে রাখা হয়। তবে কোন প্রাণী এটি তা নিশ্চিত হতে পারছিলাম না। অনেকেই বলছেন এটি গন্ধগোকুল। বন্যপ্রাণী কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে, তারা আসলে প্রাণীটিতে তাদের কাছে হস্তান্তর করা হবে।