সারা বাংলা

চাঁপাইনবাবগঞ্জে ৫৮ কোটি টাকার মাদক ধ্বংস

চাঁপাইনবাবগঞ্জে সাড়ে ৫৮ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। যা ২০১৯ সালের ১ নভেম্বর থেকে ২০২২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন সিমান্ত থেকে উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (১৬ মার্চ) সকালে ৫৩ বিজিবি ব্যাটালিয়নের মাঠে এসব মাদক ধ্বংস করা হয়।  

ধ্বংস করা মাদকের মধ্যে রয়েছে- বিদেশি মদ ২ হাজার ৩২১ বোতল, দেশি মদ ১ হাজার ৭৪৫ লিটার, মদ তৈরির উপকরণ ১৪০ লিটার, ফেন্সিডিল ১ লাখ ২১ হাজার ৫৯৫ বোতল, গাঁজা  ৪০৭ কেজি, হোরোইন ১৫৩ কেজি, ইয়াবা ট্যাবলেট ৬ লাখ ৪৩ হাজার ৪৩৭ পিস, অনাগ্রা ট্যাবলেট ১৯৮ পিস, স্যানাগ্রা ট্যাবলেট ৬৪ পিস, ভায়াগ্রা ট্যাবলেট ১ হাজার ৮৫০ পিচ, পাতার বিড়ি ২ লাখ ৮ হাজার ৩৭৮ প্যাকেট, বিড়ির পাতার গুড়া ৯০৫ কেজি, বিড়ির মশলা ৭৮৩ কেজি, বিড়ির পাতা ১ হাজার ৩৫৩ কেজি, নেশাজাতীয় সিরাপ ৫০৫ বোতল, নেশাজাতীয় ইনজেকশন ৮হাজার ৬৩৪ টি ও তামাক পাতা ২২১ কেজি।

মাদক ধ্বংসকালে উপস্থিত ছিলেন, রংপুর সদর রপ্তরের রিজিয়ন কামান্ডার বিগ্রেডিয়ার জেনারেল বেনজীর আহমেদ, চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল নাহিদ হোসেন, রাজশাহী সদর দপ্তরের সেক্টর কমান্ডার কর্ণেল আনোয়ার লফিত খান, অতিরিক্ত জেলা পুলিশ সুপার আবুল কালাম সাহিদ, জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক আনিছুর রহমান, র‍্যাব-৫ এর সহকারী অধিনয়াক রুহ ফি তৌকির আহমেদ ও সহকারী কমিশনার জোবায়ের জাহাঙ্গীর।