সারা বাংলা

কৃষক হত্যায় তিনজনের যাবজ্জীবন 

লক্ষ্মীপুরে জমি নিয়ে বিরোধের জেরে কৃষক রুহুল আমিনকে পিটিয়ে হত্যার ঘটনায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। 

তথ্য প্রমাণ না থাকায় খালাস পেয়েছেন তিন জন।

বুধবার (২২ মার্চ) দুপুরে লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় দেন।

সাজাপ্রাপ্ত সিরাজুল ও মাসুম সদর উপজেলার টুমচর ইউনিয়নের দক্ষিণ টুমচর গ্রামের নুরুল ইসলামের ছেলে। অপর আসামি ভুলু একই গ্রামের হাবিব উল্যার ছেলে। 

খালসাপ্রাপ্তরা হলেন নাজিম উদ্দিন, জাহাঙ্গীর আলম, ইউসুফ, জান্নাত আরা ও হোসনেয়ারা বেগম। 

মামলার এজাহার সূত্রে জানা গেছে, আসামিদের সঙ্গে নিহত রুহুল আমিনদের জমি নিয়ে বিরোধ ছিল। বিরোধকে কেন্দ্র করে ২০১৬ সালের ১ মার্চ দুপুরে রুহুল আমিনকে লাঠি দিয়ে পিটিয়ে জখম করে আসামিরা। এসময় রুহুল আমিনকে বাঁচাতে গেলে তার ছেলে সুমন মিয়াকেও মারধর করা হয়। পরে আহত অবস্থায় রুহুল আমিনকে সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। পরে সুমন বাদী হয়ে হত্যার ঘটনায় ৯ জনের বিরুদ্ধে মামলা করেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ রায় প্রদান করেন।

লক্ষ্মীপুর জজ আদালতের সরকারি কৌশুলী অ্যাডভোকেট জসীম উদ্দিন বলেন, কৃষক রুহুল আমিন হত্যায় ৩ জনের যাবজ্জীবন দেওয়া হয়েছে। একই মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় ৫ জনকে খালাস দিয়েছে আদালত।