সারা বাংলা

সুগন্ধা নদীতে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন

ঝালকাঠির নলছিটি উপজেলার সুগন্ধা নদী থেকে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ করা হয়েছে।

বুধবার (২২ মার্চ) সকাল ১১টার দিকে উপজেলার মগড় ইউনিয়ন পরিষদের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে ঝালকাঠি-বরিশাল মহাসড়কে বিক্ষোভ মিছিল করে সড়ক অবরোধ করে রাখে নদী ভাঙনের শিকার পরিবারগুলো। 

ক্ষতিগ্রস্তরা জানান, দীর্ঘদিন ধরে রাতের আধারে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করায় সুগন্ধা নদীর পাশের এলাকায় ভাঙন দেখা দিয়েছে। অব্যাহত নদী ভাঙনে ঘরবাড়িসহ কৃষি জমি নদীগর্ভে বিলিন হয়ে গেছে। এলাকার অসংখ্য বাড়িঘরসহ বিভিন্ন স্থাপনা নদী ভাঙনের হুমকিতে রয়েছে। এ অবস্থায় বালু উত্তোলন বন্ধ করা না হলে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন এলাকাবাসী।

মানববন্ধন চলাকালে বক্তব্য দেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) বরিশাল জেলা শাখার সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী, সদস্য শন্তু মিত্র, স্থানীয় সাবেক ইউপি সদস্য জামাল খান, মগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহানাজ আক্তার, মগড় ছালেহিয়া দাখিল মাদ্রাসার সুপার নুর আলম সিদ্দিকী, আমিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোসেন।