সারা বাংলা

স্বাধীনতা দিবসে ৩০০ অসহায় পেল বিজিবির ইফতার

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে প্রায় ৩০০ গরীব ও অসহায় মানুষের মাঝে ইফতার ও রাতের খাবার বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (২৬ মার্চ) বিকেলে ময়মনসিংহ নগরীর খাগডহর বিজিবি ক্যাম্প মাঠে বিজিবি ৩৯ ব্যাটালিয়ন এর ব্যবস্থাপনায় এ ইফতার বিতরণ করা হয়। ইফতার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্নেল মো. মাহমুদুর রহমান, পিএসসি।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় বর্ডার গার্ড বাংলাদেশ দেশের প্রত্যন্ত অঞ্চল হতে শুরু করে সারাদেশে দুস্থ ও দরিদ্রদের মাঝে মাসব্যাপী ইফতার বিতরণ কার্যক্রম করছে। এরই অংশ হিসেবে আজ আমরা ইফতার বিতরণ করছি। রমজান সংযমের মাস। এই মাস আমাদের সংযমের পাশাপাশি ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। সবার সঙ্গে ইফতারি ভাগ করে নেয়াটা অত্যন্ত আনন্দের। বর্ডার গার্ড বাংলাদেশ সব সময় সমাজের দরিদ্র এবং বিপন্ন মানুষের পাশে দাঁড়িয়েছে। ভবিষ্যতেও আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।’