সারা বাংলা

কণ্ঠ বদলে চাঁদা দাবি, যুবক গ্রেপ্তার 

কুষ্টিয়ায় কণ্ঠ পরিবর্তন করে ব্যবসায়ীর কাছে হোয়াটসঅ্যাপে ম্যাসেজ দিয়ে চাঁদা দাবির ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৮ মার্চ) দুপুরে সংবাদ সম্মেলন করে এতথ্য নিশ্চিত করেছেন কুষ্টিয়ার পুলিশ সুপার মো. খাইরুল আলম।

গ্রেপ্তার হওয়া যুবকের নাম আল শাহরিয়ার অন্তর (২০)। তিনি জেলার মিরপুর উপজেলার মির্জানগর গ্রামের হারুন অর রশিদের ছেলে। 

পুলিশ সুপার খাইরুল আলম বলেন, গত ২৪ মার্চ ফেরদৌস আলম নামে একজন প্লাস্টিক পণ্য ব্যবসায়ীর কাছে হোয়াটসঅ্যাপে ম্যাসেজ আসে। ওই ম্যাসেজে ব্যবসায়ীর ছেলেকে স্কুল থেকে তুলে নিয়ে হত্যা করা হবে বলে কণ্ঠ পরিবর্তন করে জানানো হয়। একই সঙ্গে ওই ব্যবসায়ীর কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়। এ ঘটনায় ওই ব্যবসায়ী কুষ্টিয়া মডেল থানায় চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির মামলা করেন।

মামলার সূত্র ধরে এবং তথ্য প্রযুক্তির সহযোগিতায় সাইবার ক্রাইম ইউনিট অভিযান শুরু করে। ঘটনার চারদিন পর মির্জানগর গ্রাম থেকে আসামিকে গ্রেপ্তার করা হয়।