সারা বাংলা

নিকলীর হাওর প্যারাডাইজ হোটেলে নারীর মৃত্যু, আটক ১

কিশোরগঞ্জের নিকলী উপজেলার হাওর প্যারাডাইজ আবাসিক হোটেলে তামান্না (২২) নামে এক যুবতীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

বুধবার (২৯ মার্চ) দুপুরে নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  মুহাম্মদ মনসুর আলী আরিফ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

তিনি জানান, নিহত তামান্নার বাড়ি কুলিয়ারচর উপজেলার পশ্চিম জগন্নাথপুরে। তার বাবার নাম অহিদ মিয়া। নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। মরদেহের গলায় কালো দাগ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে শ্বাসরোধ করার কারণে তার মৃত্যু হয়েছে। 

অন্যদিকে আটক হুমায়ুনের বাড়ি জেলার কটিয়াদী উপজেলার আচমিতায়।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৫ মার্চ তামান্না ও হুমায়ুন স্বামী-স্ত্রী পরিচয়ে প্যারাডাইজ আবাসিক হোটেলের ৬০৯ নাম্বার কক্ষে ওঠে। আজ বুধবার বেলা ১১টার দিকে তামান্নাকে হুমায়ুন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক জানান হাসপাতালে নিয়ে আসার আগেই তামান্নার মৃত্যু হয়। পরে পুলিশ এসে তামান্নার মরদেহ উদ্ধার করে এবং হুমায়ুনকে আটক করে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. তনুশ্রী সাহা জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই ওই নারীর (তামান্না) মৃত্যু হয়েছে। তার গলায় কালো দাগ পাওয়া গেছে।